শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম – ঈদের পর ঈদের সম্প্রীতির মতোই যেন দেশ ভালো থাকে– তুলতুল।
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক ও কথসসাহিত্যিক শাম্মী তুলতুল। তিনি একাধারে একজন লেখক. কবি. উপন্যাসিক.গল্পকার. শিশু সাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । যেমন. কালের কন্ঠ. প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ.প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ. শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।
তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে।
সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন।
একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। ঈদের সময় তিনি কি করেন জানতে চাইলে বলেন. ঈদের দিন আমি প্রায় সময় বাসায় থাকি আর নানা পদের রান্না বান্না করি।
অতিথিদের আপ্যায়ণ করতে আমার অনেক ভালো লাগে। আর দেশ নিয়ে ভাবনা বলতে আমি বুঝি. ঈদের পর ঈদের সম্প্রীতির মতো দেশ যেন ভালো থাকে।একটি সুস্থ দেশ চাই প্রতিবার এটাই আমার চাওয়া।