রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
ভালুকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জিএম, ভালুকা প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ”র সভাপতিত্বে ১লা বৈশাখ যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায় সালাহউদ্দিন আহম্মেদ, জামায়াতে আমীর সাইফুল্লা পাঠান, পৌর বিএনপি আহ্বায়ক হাতেম খান,
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায় মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের আহ্বায়ক তারেক উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ সুজন, ভালুকা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক হাদিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।