শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী
থানার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী থানার আয়োজনে ২৩ মার্চ-২০২৫ রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোতয়ালী থানা চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোশফেকুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহর জামায়াতে আমির সিরাজুস সালেহীন, সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, জেলা ডিবি পুলিশের ওসি মোঃ সোহেল রানা, জেলা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অফিসারবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দদের অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।