বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নরসিংদী জেলা পুলিশের উদ্ধারকৃত ২৪০ টি মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।
নরসিংদী সংবদাদতা।
নরসিংদী জেলা পুলিশের উদ্ধারকৃত ২৪০ টি মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭/০৩/২০২৫) দুপুরে নিজ কার্যালয়ে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব মোবাইল ফোন সেট হস্তান্তর করেন।
জেলা পুলিশ নরসিংদীর প্রতিটি ইউনিট প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এ কাজের জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে।
এছাড়াও জেলার ৭টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে থাকে। ঈদের আগে হারানো মোবাইল ফোন সেট ফিরে পেয়ে প্রকৃত মালিকরা পুলিশের প্রতি দারুন খুশি। উল্লেখ্য, মোবাইল ফোন সেট হারানো ব্যাক্তিগণ বিভিন্ন সময় নরসিংদী জেলায় বিভিন্ন থানায় সাধারণ ডায়েরী করে থাকেন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে স্যামসাং, আইফোন, ভিভো, অপ্পো, নকিয়া, শাওমি, সিম্ফনি, রিয়েলমি ও ইনফিনিক্স ও ওয়ালটন ব্যান্ডের ফোন সেট