বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
নরসিংদীর ভাগদী আওয়ামীলীগ নেতা হেলাল মিয়া গংদের বিরুদ্ধে নারী নির্যাতন ও ভাঙচুরের অভিযোগ।
নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী ভাগদী মাকাজ মসজিদ সংলগ্ন আওয়ামী লীগ নেতা হেলাল মিয়া ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে নারী নির্যাতন, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
নরসিংদী মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভাগদী মহল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী বেনুয়ারা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন হেলাল মিয়া, ১/হেলাল মিয়া (৬০), পিতা-অজ্ঞাত, ২। মাসুদ (২৭), ৩। আনোয়ারুল (৩০), উভয় পিতা-হেলাল মিয়া, ৪। সেলিম খন্দকার (৪৫), পিতা-মৃত মোর্শেদ খন্দকার, ৫। বাবুল (৪০), পিতা-জা। মোতালিব, ৬। মঈন (২১), পিতা-অজ্ঞাত, ৭। কাউছার (২৬), পিতা-আঃ মোতালিব মিয়ার বিরুদ্ধে।
আওয়ামী লীগ সরকারের আমলে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অন্যের সম্পত্তি দখল টৈটাযুদ্ধসহ সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নজরপুর ইউনিয়ন বিএনপির এক সদস্য আমাদের প্রতিবেদককে জানান আওয়ামী লীগ সরকারের আমলে তার অত্যাচারে গ্রাম ছাড়তে হয়েছে স্বৈরাচারে দোসর এখন ভাগদীর মানুষকে হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
অভিযোগের বিষয়ে জানতে হেলাল মিয়ার বাড়িতে গেলে একজন ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে জানান, এই বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সম্পূর্ণভাবে অবগত এবং তার সাথে যোগাযোগ করেন।
হেলাল মিয়ার ছেলে মাসুদ জানান রেনুয়ারা বেগম আমাদের সম্পত্তি অনুপ্রবেশ করে এবং আমার পিতা হেলাল মিয়াকে ঘুষিমেরে রক্তাক্ত জপখ করে।
এ বিষয়ে জানতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।