বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশ সহ ১১ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার।
খুলনা প্রতিনিধি।
খুলনায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ টি পিস্তল, ১ টি কাটা বন্দুক সহ বিপুল পরিমান অস্ত্র ও গুলি। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের এসি আজম খান জানান, আরামবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ঐই এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও যৌথ বাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৪ জনের পায়ে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত নৌবাহিনীর সদস্য খুলনা নেভি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান,ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ, কালা লাভলু ওরফে রুবেল ইসলাম, আরিফুল, ফজলে রাব্বি রাজন, লিয়ন শরীফ, ইমরানুজ্জামান, ইমরান রিপন, সৈকত রহমান, মহিদুল ইসলাম ও গোলাম রব্বানীকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ টি পিস্তল,একটি ১ নলা বন্দুক,একটি চাইনিজ কুড়াল,একটি চাপাতি,কয়েক রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যাবহ্নত ৭ টি দামী মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।