শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় হতে প্রদত্ত স্বাস্থ্য কার্ড বিতরন।
জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় হতে প্রদত্ত স্বাস্থ্য কার্ড বিতরন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা: মোঃ আসিফ ফেরদৌস।
দিনাজপুর জেলার জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এসব স্বাস্থ্য কার্ড তাদের হাতে তুলে দেন।
এ সময়উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক(রাজস্ব),এনডিসি ,মেডিকেল অফিসার (সিএস) , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সহ আরো অনেকে।
★★★এসময় উপস্থিত প্রায় ৭০ জন আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরন করা হয়। বাকি আহত যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড আগামী ০৬/০৪/২০২৫ তারিখ হতে সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর হতে বিতরণ করা হবে।
সূত্র জেলা সিভিল সার্জন কার্যালয দিনাজপুর।